০৫ ডিসেম্বর ২০২১, আজকের মেঘনা. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে দীর্ঘদিন এর অপেক্ষা ঘোচলো,ঘোষিত হলো নৌকার মাঝি। আজ শনিবার রাত ৮ঘটিকায় বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রীর কার্য্যলয় থেকে প্রার্থীদের হাতে মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়।
জানা যায়,হোসেন্দী ইউনিয়ন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক দুই বারের চেয়ারম্যান,উপজেলা ছাত্রলীগ এর সাবেক সাঃসম্পাদক মোঃমনিরুল হক মিঠু,বালুয়াকান্দী ইউনিয়ন থেকে জেলা পরিষদ সদস্য,উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নাজমুল হোসেন, টেংগারচর ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি ও জেলা আওয়ামী লীগ এর উপ দপ্তর বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন দেওয়ান, ভবেরচর ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগ এর সাঃসম্পাদক মোঃমুক্তার হোসেন,গুয়াগাছিয়া ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, ইমামপুর ইউনিয়ন থেকে উপজেলা যুব লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃহাফিজুজ্জামান খাঁন জিতু ও গজারিয়া ইউনিয়ন থেকে সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃশফিউল্লাহ শফি।
এ বিষয়ে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ এর সাঃসম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন,নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থীদের জয়ী করার আহবান জানিয়ে তিনি আরো বলেন,দলকে ভালবাসলে আগামীকাল থেকেই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করতে হবে।