টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল শহরের হটি কালচার সেন্টারের কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবাসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি-দক্ষিণ)। গ্রেফতারকৃতরা হচ্ছেন- কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ভাদিতলা এলাকার মৃত জালাল আহাম্মেদের ছেলে মো. আব্দুল গফুর বাদশা(৪০) ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মালতি গ্রামের মোজ্জাফ্ফর মন্ডলের ছেলে মো. হারুন মন্ডল (৪০)।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি-দক্ষিণ) অফিসার ইনচার্জ(ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, গোপনে খবর পেয়ে ডিবি দক্ষিণের একটি দল টাঙ্গাইল শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন হটি কালচার সেন্টারের কাছে অভিযান চালায়। অভিযানে এক হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ উল্লেখিত দুই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় তিন লাখ ১৫ হাজার টাকা। অভিযানে ডিবি দক্ষিণের এসআই মো. আলমগীর হোসেন, এএসআই মো. নজরুল ইসলাম, এএসআই মো. সুলতান আলী শেখসহ সঙ্গীয় কনস্টেবররা অংশ নেন।