৫ জুন ২০২২ ইং আজকের মেঘনা ডটকম, সীতাকুণ্ড প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে চ্যানেল টোয়েন্টিফোর অনলাইন। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। তাদেরকে পুলিশ ও স্থানীয়রা সহায়তা করছেন।
শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. রুবেল রানা।
বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি–ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। পরে আরও নয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনায় সীতাকুণ্ড থানা পুলিশের কনস্টেবল তুহিনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত হয়েছেন পাঁচ কনস্টেবল, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য।
এছাড়াও আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের অন্তত চারজন কর্মী আহত হয়েছেন বলে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলালের বরাত দিয়ে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছেন তিনি।
নুরুল আলম দুলাল বলেন, “ওই কন্টেইনার ডিপোতে রাসায়নিক থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার বিডিনিউজকে বলেন, “রাত ৯টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর দেওয়া হয়। এরপর সেখানে আটটি ইউনিট যায়। প্রাথমিকভাবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।”
স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান ইউসুফ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, “তিন কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।”