• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

পুলিশকে নিয়ে মন্তব্য, বরখাস্তের শোকজ পেলেন পৌর মেয়র

রিপোর্টার : / ২৩২ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২

৮ আগষ্ট ২০২২ইং আজকের মেঘনা ডটকম, সংবাদদাতা :

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে ‘কেন বরখাস্ত করা হবে না’ তা জানতে চেয়ে নোটিশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রের হানিকর কার্যকলাপের জড়িত থাকা, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার/প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন না হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ (১) খ ও ঘ-এর অপরাধে কেন তাঁকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে পত্রটি পাঠানো হয়েছে।

গত ২৯ জুলাই চিঠিটি সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, ‘বেলকুচি পৌরসভার মেয়রকে পাঠানো কারণ দর্শানোর নোটিশটি এসেছে কি না তা স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলতে পারবেন।’

এ বিষয়ে স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বেলকুচি পৌরসভার মেয়রকে পাঠানো কারণ দর্শানোর নোটিশের অনুলিপি আমরা হাতে পেয়েছি।’

বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজার মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি জবাব দেননি।

উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল রাতে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পুলিশের অ্যাকশন মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করেন। সঙ্গে পুলিশ বাহিনীকে নিয়ে কিছু মন্তব্যও করেন। এ ঘটনায় ২০ এপ্রিল বেলকুচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বেলকুচি থানার ওসি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপার বরাবর আবেদন করেন। পরে পুলিশ সুপারের বিশেষ শাখা থেকে গত ২৭ এপ্রিল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। জেলা প্রশাসক গত ১৯ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রতিবেদন দাখিল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১