• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

একই কলেজের ২০ ছাত্রীর পালিয়ে বিয়ে!

রিপোর্টার : / ৯২ বার পঠিত
আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

১ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :

 

 

দুই মাসে বাগেরহাটের চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের ২০ জন ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের মাধ্যমে পালিয়ে বিয়ে করেছে। উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় কলেজটির অধ্যক্ষ মো. বাবুল মিঞা এই তথ্য উপস্থাপন করেন। সূত্র : আজকের পত্রিকা

গত বুধবার অধ্যক্ষ বাবুল মিঞা বলেন, অভিভাবকদের অসচেতনতার কারণে জুলাই ও আগস্ট মাসে ফেসবুক ব্যবহার করে তাঁর কলেজের কমপক্ষে ২০ জন ছাত্রী পালিয়ে বিয়ে করেছে। তাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক।

গত সোমবার এই আইনশৃঙ্খলা কমিটির সভা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মামুন হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম কামরুজ্জামান খানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

এ বিষয়ে বেদবতী মিস্ত্রী বলেন, চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ ২০ ছাত্রী পালিয়ে বিয়ে করেছে বলে সভায় তথ্য উপস্থাপন করেছেন। স্মার্টফোন ও ফেসবুক ব্যবহারের কারণে এমনটি হচ্ছে, যা খুবই উদ্বেগের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১