১১ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম, বিপ্লব সিকদার :
কুমিল্লার মেঘনা উপজেলায় রামপুর বাজার থেকে মানিকার চর বাজার পর্যন্ত অভ্যন্তরীণ সড়কের পুনঃ নির্মাণ কাজ চলছে প্রায় দুমাস যাবৎ। ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্ণধার প্রভাবশালী মন্ত্রীর কাছের লোক বলে পরিচয় দিচ্ছেন। ফলে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের দেখভালে উদাসীনতা দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সড়কের কাজের মান নিয়ে প্রশ্ন তুললেও কর্ণপাত করছেনা ঠিকাদার এমন অভিযোগ রাজনৈতিক সহ এলাকার বিশিষ্টজনদের। দুই সপ্তাহ যাবত ভাটের চর থেকে সিনাই মোড় ভায়া বি আর টিসি মোড় সড়কটি হোমনা, বাঞ্চারামপুর, মুরাদ নগর উপজেলা সহ পূর্বাঞ্চলের মানুষের জন্য আঞ্চলিক সড়ক হিসেবে ব্যবহার করা হচ্ছে। বি আর টিসি মোড়ে গত দুই সপ্তাহ যাবত সড়কে ঢালাই দেওয়ার নামে কচ্ছপ গতিতে চলছে কাজ। অন্যদিকে বিকল্প সড়ক হিসেবে গ্রামীণ সরু সড়ক হওয়ায় হালকা ও ভারী যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণের। ঘটছে প্রতিনিয়ত দূর্ঘটনা। একদিকে বৃষ্টি অন্যদিকে যানবাহনের চাপ ও বহিরাগত গাড়ি চালকরা বিকল্প সড়ক না চিনায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ অতিষ্ট হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের সু দৃষ্টি কামনা করে পোষ্ট দিলেও বাড়ছেনা কাজের গতি। স্থানীয় প্রশাসন পথচারী, যাতায়াতকারীদের ভোগান্তি থেকে রক্ষা করতে উদাসীনতার মনোভাব পোষণ না করে জরুরি ভিত্তিতে বি আর টিসি মোড় থেকে মেঘনা থানা গেট পর্যন্ত অতি দ্রুত কাজ সম্পাদন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি গুরুত্ব দিয়ে সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত।