• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

রাতে এপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হয়ে সকালে পরিক্ষায় অংশগ্রহণ

রিপোর্টার : / ২২০ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

১২ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম, 

মইনুল ইসলাম মিশুক, হোমনা।

 

কুমিল্লার হোমনা সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোসা: শাহিনুর আক্তারের এপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হয় গতকাল সোমবার, আজ মঙ্গলবার শারিরীক অসুস্থতা নিয়েই পরিক্ষা কেন্দ্রে এসেছেন পরিক্ষা দিতে। পরিক্ষার্থী হোমনা উপজেলার ওপার চর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়

সে গত ৭ দিন যাবত পেটের ব্যথা নিয়ে চলমান এইচএসএসসি পরীক্ষার ৬টি বিষয়ে অংশগ্রহণ করেন। হঠাৎ গতকাল ঐ শিক্ষার্থীর পেটে ব্যথা তীব্র আকার ধারণ করলে তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি হাসপাতালে আনা হলে ল্যাপরোস্কপিক সার্জন ডাক্তার মাহবুবুর রহমান এফসিপিএস এর শরণাপন্ন হন। তখন ডাক্তার মাহবুবুর রহমান ওই শিক্ষার্থীর পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারলেন তার এপেন্ডিসাইটিস সমস্যা।ডাক্তার বললেন অপারেশন করাতে হবে। এসময় ডাক্তার জানতে পারলেন সে চলমান এইচএসসি পরীক্ষার্থী। আজ মঙ্গলবার তার পৌরনীতি পরীক্ষা রয়েছে।ডাক্তার বললেন কোন সমস্যা নেই ল্যাপরোস্কোপিক সার্জারি মাধ্যমে অপারেশন করলে ৬ ঘণ্টার মধ্যে রোগী সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।অবশেষে ডাক্তার মাহবুবুর রহমান রোগীকে ল্যাপরোস্কপিক সার্জারির মাধ্যমে অপারেশন শেষ হয় রাত ২টায়। সফলভাবে তার অপারেশন হয়। আজ সকালেই বাড়ি ফিরে যায় এবং সকাল ১০ টায় পরীক্ষা কেন্দ্র রেহানা মজিদ মহিলা কলেজে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

তার পরীক্ষা অংশগ্রহণের জন্য সার্বিক সহযোগিতা করেন কেন্দ্র সচিব মোঃ মজিবুর রহমান। কেন্দ্র সচিব বলেন আমরা যখন শুনেছি তখন থেকেই ঐ শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছি। তার জন্য নার্স ও একজন শিক্ষক পরীক্ষার চলাকালীন পর্যন্ত সার্বিক দেখাশোনায় দায়িত্ব দিয়েছি। আজ তার ৮ম পরীক্ষা।এ সময়ের পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত অফিসার স্বপন চন্দ্র বর্মন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হোমনা কুমিল্লা বলেন অসুস্থ শাহিনুর আক্তরকে সার্বিক সহযোগিতায় কেন্দ্রের সবাই তৎপর রয়েছেন।

উল্লেখ্য  মহিলা কলেজ কেন্দ্রে হোমনা সরকারি ডিগ্রী কলেজের তিন বিভাগের ৪০০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। আজ অষ্টম ৮ম পরীক্ষায় ৩৫৫ জন শিক্ষার্থী মধ্যে ৩৫২ জন শিক্ষার্থী উপস্থিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১