বিপ্লব সিকদার।।
সিলেট দক্ষিণ সুরমার সাব-রেজিস্ট্রার অফিসের বিরুদ্ধে জমির দলিল রেজিস্ট্রেশনে ঘুস দাবির অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছে দুদক। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সিলেট জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট টিম এ অভিযান পরিচালনা করেন। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় অফিসে আগত সেবাপ্রার্থীদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে টিম কর্তৃক উক্ত অফিস হতে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।