মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লা মেঘনায় উপজেলা প্রসাশন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার উদ্যোগে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২রা মার্চ) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুমিন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা শিক্ষা অফিসার গাজী মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা/কর্মচারী, নতুনভোটার তালিকাকরণ উদ্যোক্তাসহ আরও অনেকে। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য- সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গরবো।