মেঘনা (কুমিল্লা) প্রতিনিধ।।
কুমিল্লার মেঘনা উপজেলায় খালেক ফার্মেসি রহমানিয়া ফার্মেসীকে সাময়িক বন্ধ ও ব্রাদার্স মেডিকেল হল, (মায়ের আঁচল ডেন্টাল কেয়ার), রিহাব ফার্মেসী ও হাড় ভাঙ্গা চিকিৎসালয়কে কাগজপত্র প্রদানের নোটিশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১১ই মার্চ) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়মা রহমান ও ডাক্তার নাফিসা (এমওডিসি), সেনিটারী ইন্সপেক্টর ইনচার্জ ইব্রাহিম খলিল এর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায় খালেক ফার্মেসি ও রহমানিয়া ফার্মেসিকে বিভিন্ন অনিয়মসহ ফুড আইটেম বিক্রির জন্য সাময়িক বন্ধের ঘোষণা ও ব্রাদাস মেডিকেল হল ও (মায়ের আঁচল ডেন্টাল কেয়ার) রিহাব ফার্মেসী ও হাড়ভাঙ্গা চিকিৎসালয়কে বৈধ কাগজপত্র প্রদানে সক্ষম না হওয়ায় এক সপ্তাহের মধ্যে বৈধ কাগজপত্র প্রদানের নোটিশ দেওয়া হয়েছে। মেঘনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমা রহমান বলেন বিভিন্ন অনিয়মসহ অবৈধভাবে ফুড আইটেম বিক্রির জন্য দুইটি ফার্মেসিকে সাময়িকভাবে বন্ধ ও বৈধ কাগজপত্র ছাড়া প্রচার সাইনবোর্ড লাগিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এমন দুইটি প্রতিষ্ঠানকে এক সপ্তাহের মধ্যে লিগ্যাল কাগজ পত্র জমা দেওয়ার জন্য নোটিশ করেছি, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।