আলোচনা আসতে পারে উপজেলা পরিষদ নির্বাচন
মেঘনা প্রতিনিধি।।
আগামী ২৫ মে মেঘনা উপজেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন ঘিরে নতুন – পুরাতন প্রার্থীদের গণসংযোগ চলছে দিনরাত।অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.শফিকুল আলম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শফিকুল আলমের ব্যক্তিগত সহকারী মহসিন মেম্বার। আলোচনায় উঠে আসতে উপজেলা পরিষদ নির্বাচন। যদিও বেশ কিছু দিন যাবত বিভিন্ন মহলে একটি গুঞ্জন উঠে শফিকুল আলম প্রার্থী হতে পারে। আবার কেউ কেউ বিষয় টি আমলে নেয়নি কারণ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে উনার মত মানুষ উপজেলা পরিষদে আসবেনা। আজকের মতবিনিময় থেকে এই প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে? উল্লেখ্য শফিকুল আলম মেঘনা উপজেলা পরিষদের বাস্তবায়ন কমিটির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান।