• শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

গুইমারা রিজিয়নের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিপোর্টার : / ৩৫২ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

১১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,সোহাগ মজুমদার ,   খাগড়াছড়ি থেকে  : খাগড়াছড়ির গুইমারায় নানা আয়োজনের মধ্য দিয়ে ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে রিজিয়ন সদর দপ্তরের শহীদ লে: মুশফিক হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্রগ্রাম সেনানীবাসের প্রধান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস.এম মতিউর রহমান।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান’সহ দুইদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান,গুইমারা রিজিয়ন জিটু আই মেজর মো:মঈনুল আলম,বিএম মেজর ফজলে রাব্বি। এতে প্রধান অতিথি মেজর জেনারেল এস.এম মতিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে চট্রগ্রাম সেনানীবাসের প্রধান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস.এম মতিউর রহমান বলেন,পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলে ষড়যন্ত্রকারীদের কোন ষড়যন্ত্র পাহাড়কে অস্থিতিশীল করতে পারবে না। অশান্তি সৃষ্টিকারীদের রুখতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে এবং সন্ত্রাস দমনে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রধান অতিথির সহধর্মিনী মিসেস তৌহিদা রহমান। এছাড়াও ডিজিএফআই খাগড়াছড়ির অধিনায়ক কর্ণেল নাজিম, গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল আবদুল হাই,সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল নওরোজ নিকোশিয়ার, লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল জান্নাতুল ফেরদৌস,গুইমারা বিজিবি হাসপাতাল অধিনায়ক মেজর মামুন’খাগড়াছড়ি পুলিশ সুপার আহমার উজ্জামান, জনপ্রতিনিধি, সামরিক পদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ এবং বিশিষ্টজরা এতে অংশ নেয়। এছাড়াও আতশবাজী, প্রদীপ প্রজ্জলন ও ফানুস উত্তোলন সহ অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০