১৯ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
কুমিল্লার হোমনায় ৪ কেজি গাজাসহ এক নারী মাদক ব্যবসায়ী’কে অাটক করে হোমনা থানা পুলিশ।
গতকাল সোমবার ১৭/০৬/১৯ইং তারিখ সন্ধ্যা ০৫.৪৫ মিনিটে, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানাধীন বাবর কান্দির পাকা রাস্থার মাথা থেকে।
৪ কেজি গাজাসহ হাসিনা অাক্তার (হাসি) প্রকাশ রোকসানা (৫২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে অাটক করে সঙ্গীয় ফোর্স সহ এস অাই ফারুক ইসলাম।
এসময় নারী পুলিশ সদস্য দিয়ে তার দেহ তল্লাশী করে পেটের সাথে স্কচটেপে প্যাচানো ৪ কেজি গাজা উদ্ধার করা হয়। সে কুমিল্লার বরুড়া উপজেলার , জীবন পুর গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী বলে পুলিশ’কে জানায়।
তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়েরের পর অাজ অাদালতে প্রেরন করা হয় বলে জানান হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী।
জানা যায় তার বিরুদ্ধে পূর্বে,মাদক নিয়ন্ত্রন অাইনেঃ-কুমিল্লা কোতয়ালী,নারায়নগঞ্জ জেলার সোনার গাঁ,চট্রগ্রাম রেলওয়ে থানায় মোট ৫ টি মামলায় পূর্বে রয়েছে এবং সে মালায় সে অভিযুক্ত।