১৮ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, এম ডি ওসমান :
মুন্সীগঞ্জের গজারিয়া বালুয়াকান্দি মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে শিক্ষা পরিবারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারি গাড়ী চালক সমিতি শিক্ষা বিভাগীয় শাখার অায়োজনে ক্যামব্রিয়ান শিক্ষা পরিবারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রী ডা.. দিপুমনি । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, প্রাথমিক ও গণমিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, ডিজি ব্যানবেইস ফসিউল্লাহ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকোশলী বুলবুল আক্তারসহ শিক্ষা মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র, জাদু প্রদর্শন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে দিনটি উদযাপন করেন উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা।