২১ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, হবিগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জে নিখোঁজের একদিন পর শাহিনুর ইসলাম নামে এক কনস্টেবলের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের ধুলিয়াখালস্থ পুলিশ লাইনস এর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহিনুর রহমান ময়মনসিংহের বাসিন্দা। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, সোমবার সন্ধ্যা থেকে শাহিনুর ইসলাম নামে ওই কনস্টেবলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত ৯টার দিকে পুলিশ লাইনস এর পুকুর পাড়ে তার কাপড় দেখতে পায় সহপাঠীরা। পরে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। সকালে পুকুরে জাল ফেলে তার মরদেহ টেনে তোলা হয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহিনুর গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। তিনি সাঁতার জানতেন না বলেও জানান তার সহপাঠীরা। এরমধ্যে তার পরিবারকে বিষয়টি অবগত করা হয়েছে। বিকেলে পুলিশ লাইনস-এ জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে