২৬ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
বাবার সঙ্গে অভিমান করে বাগেরহাটের চিতলমারীতে গলায় গামছা পেঁচিয়ে বলাই (১২) নামের এক শিশু আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার উমাজুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। বলাই ওই গ্রামের যতিশ মল্লিকের ছেলে। সে পঞ্চম শ্রেণিতে পড়তো।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল হক জানান, বাড়ির পাশে এক সামাজিক অনুষ্ঠানে যাবার কথা বলে বলাই। পরীক্ষার জন্য তার বাবা তাকে বাধা দেয়। এতে সে রাগে ক্ষোভে নিজ ঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরিবারের লোকজন টের পেয়ে রাত ৯টার দিকে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে সে মারা যায়।