২৭ ফেব্রুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, স্টাফ রিপোর্টার: ভেংগে যাচ্ছে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের ভাটের চর – মেঘনা উপজেলা আঞ্চলিক সড়কটি। সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মুরাদনগর, হোমনা, বাঞ্চারামপুর সহ কয়েকটি উপজেলার অতি গুরুত্বপূর্ণ সড়ক এটি, প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত, ছোট ছোট যানবাহনের পাশাপাশি চলছে মালবাহী ভারী যানবাহন। রাস্তাটিতে ওভার লোড যানবাহন চলাচল ও নিয়মিত দেখভাল না করায় একাধিক স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে এভাবে আর কিছুদিন চললে চলাচল অযোগ্য হয়ে যাবে সড়কটি। এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের দাবি জানিয়েছেন যেহেতু সড়কটি একটি আঞ্চলিক সড়কে রুপ নিয়েছে, ভারী যানবাহন চলাচল যোগ্য করে ভাঙ্গন কবলিত স্থানে গাইডওয়াল নির্মাণ করে সস্কার করার জন্য। অন্যথায় আবারও পিছনে চলে যাবে মেঘনা বাসী।