• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে গেছেন মা

রিপোর্টার : / ১৯৯ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২০

৩ আগষ্ট ২০২০, আজকের মেঘনা ডটকম,     ডেস্কঃ রাজশাহীর বাগমারায় কোলের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে গেছেন আকলিমা বেগম (২৮) নামের এক গৃহবধূ। সোমবার সকালে উপজেলার কোনাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা বেগম সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা এলাকার হাফিজুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তান নিয়ে বাগমারার কোনাবাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের বাড়ি বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আকলিমা বেগম তিন বছরের শিশুসন্তানকে নিয়ে নৌকায় ওঠেন। নৌকা চালাচ্ছিল আবদুল হান্নানের ১০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী ছেলে।

অসাবধানতায় নৌকা থেকে পড়ে যাওয়ার উপক্রম হয় আকলিমার সন্তান। ওই সময় সন্তানকে বাঁচাতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যান তিনি।
পরে স্থানীয়রা অচেতন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করেন। স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে তিনি গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

বাগমারার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১