১২ সেপ্টেম্বর ২০২০, আজকের মেঘনা ডটকম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সচেতনামুলক মহড়া প্রদর্শণ করা হয়েছে।শনিবার দুপুরে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে নকলা থানায় সচেতনতা মূলক মহড়া প্রদর্শন করা হয়। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ লুৎফর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মহড়া প্রদর্শন অনুষ্ঠানে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ্ , ওসি তদন্ত আবুল হাশেম, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সহসভাপতি শফিউজ্জামান রানা, সাধারণন সম্পাদক শফিউল আলম লাভলু সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
প্রদর্শন অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন যন্ত্রপাতি এবং কিভাবে আগুন নেভাতে হবে তা শেখানো হয়। তাছাড়া ইনচার্জ লুৎফর রহমান বলেন, আমরা শুধু আগুন নেভানোই না যেকোন বিপদ আপদে আমরা সর্বদা আপনাদের পাশে আছি। নকলা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ্ এই সচেতনতা মূলক প্রদর্শনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ধন্যবাদ জ্ঞাপন করেন।