১৮ সেপ্টেম্বর ২০২০, আজকের মেঘনা ডটকম,
স্বপন চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের চিরিরবন্দরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার এ জরিমানা করা হয়। চিরিরবন্দর ঘুঘুড়াতলী ও কারেন্ট হাট বাজারে পেঁয়াজের অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান। সার্বিক সহযোগিতায় চিরিরবন্দর থানা পুলিশের একটি টিম।
চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান বলেন, কোনো অবস্থাতেই পেঁয়াজের বাজার অস্থির করতে দেয়া হবে না। বাজার স্থিতিশীল রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি সব ব্যবসায়ীকে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি না করতে এবং মূল্য তালিকা প্রদর্শন করার জন্য আহ্বান জানিয়েছেন।
হঠাৎ করে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আসা বন্ধ হওয়ায় পেঁয়াজের বাজারে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়।