১৩.১০.২০২০ ইং তারিখ (মঙ্গলবার) ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের পক্ষ হতে বিশ্ব হসপিস্ ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয়- আমারা যত্ন, আমার সস্তি। অনুষ্ঠানের শতস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন সেবাদানকারী, স্বেচ্ছাসেবক, এম্বাসেডরদের মোট ৬০ জন।
অনুষ্ঠানে সকলকে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সচেতন করা হয় এবং সাধারণ জনগনের মাঝে লিফলেট বিতরন করা হয়।
বিশ্ব হসপিস্ ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উদযাপন করতে আরও সহায়তা করেন- স্বেচ্ছাসেক মো. নাহিদ, মো: সাইফুল হক সাইফ (ফিল্ড অফিসার), মো: আনিসুর রহমান (অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট) ও প্যালিয়েটিভ কেয়ার সহকারি আরিফা আক্তার, বৃষ্টি রানী, লামিয়া আক্তার, লিজা আক্তার, মেহেদুল হাসান, মৌসুমি আক্তার, মুুনিয়া আক্তার, নাদিয়া সুলতানা, সুরাইয়া আহমেদ ।
‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পটি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (NCC), ওয়ার্ল্ড ওয়াইড হসপিস এন্ড প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স (WHPCA), ইউকে এইড (UK AID) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (BSMMU) প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ–এর যৌথ সহায়তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নিরাময় অযোগ্য জীবন
১৩.১০.২০২০ ইং তারিখ (মঙ্গলবার) ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের পক্ষ হতে বিশ্ব হসপিস্ ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয়- আমারা যত্ন, আমার সস্তি। অনুষ্ঠানের শতস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন সেবাদানকারী, স্বেচ্ছাসেবক, এম্বাসেডরদের মোট ৬০ জন।
অনুষ্ঠানে সকলকে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সচেতন করা হয় এবং সাধারণ জনগনের মাঝে লিফলেট বিতরন করা হয়।
নারায়নগঞ্জ প্রতিনিধিঃ বিশ্ব হসপিস্ ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উদযাপন করতে আরও সহায়তা করেন- স্বেচ্ছাসেক মো. নাহিদ, মো: সাইফুল হক সাইফ (ফিল্ড অফিসার), মো: আনিসুর রহমান (অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট) ও প্যালিয়েটিভ কেয়ার সহকারি আরিফা আক্তার, বৃষ্টি রানী, লামিয়া আক্তার, লিজা আক্তার, মেহেদুল হাসান, মৌসুমি আক্তার, মুুনিয়া আক্তার, নাদিয়া সুলতানা, সুরাইয়া আহমেদ ।
‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পটি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (NCC), ওয়ার্ল্ড ওয়াইড হসপিস এন্ড প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স (WHPCA), ইউকে এইড (UK AID) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (BSMMU) প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ–এর যৌথ সহায়তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নিরাময় অযোগ্য জীবন সীমিত রোগে আক্রান্ত রোগীদের যন্ত্রণা ও ভোগান্তি লাঘবে পরিচালিত হচ্ছে।