আফগানিস্তানের কাবুলে গাড়ি বোমা হামলায় দেশটির সাবেক এক টিভি উপস্থাপক নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর)-এর হামলায় আহত হন আরো দুই বেসামরিক নাগরিক। নিহত ইয়াম সিয়াওয়াশ সাংবাদিক টুলু টিভিতে কাজ করতেন।
পুলিশের তথ্যমতে, তার গাড়িতে আগে থেকে বোমা সংযুক্ত করে রেখেছিল দুষ্কৃতিকারীরা। পরে ভয়াবহ বিস্ফোরণে তার মৃত্যু হয়। ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন। এই ঘটনায় জড়িতদের এখনো আটক করা না গেলেও অভিযানে নেমেছে পুলিশ। এখনো কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
সম্প্রতি আফগানিস্তানে হামলার মাত্রা আশঙ্কাজনহারে বেড়েছে। গেল সপ্তাহেই কাবুলের বিশ্ববিদ্যালয়ে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় ২২ জন নিহত হন। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশটির সরকার এবং তালেবান গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। চলমান আলোচনার মধ্যেও তালেবান বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে। তাদের দাবি, আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি ত্যাগ করতে হবে।
এর মধ্যেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হারতে চলছেন ট্রাম্প। নতুন প্রেসিডেন্ট আসলে শান্তি আলোচনা এবং আফগান ভবিষ্যৎ কোন অবস্থায় দাঁড়ায় তা অনেকটা ঝুলন্ত অবস্থায়।
এ জাতীয় আরো খবর..