• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

প্রাইভেটকারে করে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ৩

রিপোর্টার : / ২২৪ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

রাজধানীর পল্টন এলাকা থেকে গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর নয়াপল্টন এলাকার সালেহা ম্যানশনের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ডিবির বিমান বন্দর জোনাল টিম।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ. এরশাদ (২২), আমিন হোসেন (২৬) ও শাহিন (৩০)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. কায়সার রিজভী কোরায়েশী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে গাঁজা নিয়ে বিক্রির জন্য একটি প্রাইভেটকার রাজধানীর পল্টন এলাকার দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে নয়াপল্টন সালেহা ম্যানশনের সামনে অবস্থান নিয়ে তল্লাশি শুরু করে গোয়েন্দা পুলিশ। একপর্যায়ে একটি কালো রংয়ের প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানো হয়।

তিনি আরো বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে ওই তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে ফেলে পুলিশ। এরপর প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে বস্তায় পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এডিসি কায়সার আরো জানান, গ্রেপ্তারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারে করে রাজধানীতে এনে বিভিন্ন এলাকায় বিক্রি করত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১