রাব্বি হাসান, নিজস্ব প্রতিবেদকঃ পৃথিবীতে যা কিছু পেয়েছো, তার থেকে একটু ভালো কিছু রেখে যাওয়ার চেষ্টা করো” স্লোগানে গড়ে উঠে “স্বপ্নের দুয়ার” সংগঠন। স্বেচ্ছাসেবক সংগঠন “স্বপ্নের দুয়ার” এর আজ ১ম প্রতিষ্টাবার্ষিকী। ২০১৯ সালের আজকের(১৯ নভেম্বর) সংগঠনটি আত্মপ্রকাশ করে।
প্রতিষ্টালগ্ন থেকেই সংগঠনটি মানুষের জন্য কাজ করে আসছেন। পথচারী, পথশিশু, শিক্ষা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করে আসছে।
সংগঠনটির কর্নধারা অথৈই দাশ তিন্নি প্রতিষ্টাবার্ষিকী সম্পর্কে বলেন- সারাজীবন মানুষের পাশে থেকে কাজ করতে চাই ।সমাজের একটা সুন্দর পরিবর্তন দেখতে চাই নিজেদের কাজ দিয়ে।মূল কথা পৃথিবী যা কিছু পেয়েছি তার চেয়ে একটু ভালো করে রেখে যাওয়ার চেষ্টা করব। আমার সংগঠনের সকল স্বেচ্ছাসেবকদের জানাই কৃতজ্ঞতা। দীর্ঘ এ পথচলায় যারা আমাদের পাশে ছিলেন সব সময়।
নতুন কোন কর্মসূচি আছে কি না সে সম্পর্কে তিনি আরো বলেন- আমরা ২০২১ সালে “প্রজেক্ট শুকন্যা” নামে একটি কর্মসূচি হাতে নিয়েছি। যার মাধ্যকে পাহাড়ের,দুর্গম এলাকায় মেয়েদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও পড়াশোনা ক্ষেত্রে সহায়তা করা। তাছাড়া যে সব স্কুলে লাইব্রেরি নেই তা নিয়েও আমরা কাজ করবো পর্যায়ক্রমে।