• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

সৌদিতে প্রথমবারের মতো ক্রিসমাস সামগ্রী বিক্রি

রিপোর্টার : / ১৮০ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

২১ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

দরজায় কড়া নাড়ছে বড়দিন। আগামী ২৫ ডিসেম্বর পালিত হবে খ্রিস্টানদের অন্যতম এই ধর্মীয় উৎসব। এ উপলক্ষে সৌদি আরবে প্রথমবারের মতো বিক্রি হচ্ছে ক্রিসমাস সামগ্রী। স্থানীয়রা এ ঘটনাকে অবিশ্বাস্যো বর্ণনা করে বলেছেন, এটি অকল্পনীয়, বিরল ঘটনা!

সৌদি আরবের মতো ইসলামি রাষ্ট্রে যেখানে মুসলিম ছাড়া অন্য দের ধর্মচর্চায় এক ধরনের নিষেধাজ্ঞা ছিল। তবে সাম্প্রতিক সময়ে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তিনি দেশটিতে আধুনিক ইসলাম প্রচলন করতে চাইছেন। এ পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন স্থানে এবার বড়দিন  উপলক্ষে ক্রিসমাস সামগ্রী বিক্রি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সৌদি বাসিন্দা বলেন, আমি কোনোদিন কল্পনাই করিনি, সৌদিতে এটি দেখতে পাব। আমি বিস্মিত!

তিন বছর আগেও সৌদিতে খোলাবাজারে ক্রিসমাস সামগ্রী এভাবে বিক্রি অসম্ভব ব্যাপার ছিল। দেশটিতে লেবানন প্রবাসী মেরি বলেন, আমার অনেক বন্ধু লেবানন থেকে কিনে এনে এখানে ক্রিসমাস সামগ্রী বিক্রি করছেন। স্থানীয় এক দোকানের ব্যবস্থাপক ওমর জানান, এখন সময় বদলে গেছে। বিভিন্ন দোকানে শুধু ক্রিসমাস সামগ্রীই নয়, হ্যা লোইনের পোশাকও বিক্রি হচ্ছে।

তথ্যরসূত্র: আল-আরাবি ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১