১ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম,
বিপ্লব সিকদার : কানাডায় গানের সুর আর নৃত্যের তালে তালে আয় করছেন নৃত্যশিল্পী।
আজ সন্ধ্যায় কানাডার মন্ট্রিয়লের ওল্ডপোর্ট এলাকায় সেইন্ট লরেন্স নদীর তীরবর্তী এলাকায় খোলা আকাশের নিচে
গানের সুরে নৃত্যের তালে পথচারীদের মন জয় করছেন একজন নৃত্যশিল্পী। এমন একটি ভিডিও প্রচার করেছেন ন্যাশনাল ট্রিবিউন । শিল্পীর নৃত্য দেখে পথচারীরা মুগ্ধ হয়ে নির্দিষ্ট স্থানে ডলার রেখে যাচ্ছেন। তবে নৃত্য শিল্পীর নাম ঠিকানা, বিস্তারিত জানা যায়নি।