• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

প্রায় তিন সপ্তাহ পর্যবেক্ষণে থাকবেন সাইফ

রিপোর্টার : / ১৭৯ বার পঠিত
আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২৩ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর ডাক সবার আগে পেয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু ফুটবল খেলতে গিয়ে লিগামেন্টের চোট পাওয়ায় শুরু থেকে ছিলেন না এই বোলিং অলরাউন্ডার। লিগ পর্বের শেষ তিন ম্যাচে ছিলেন। আপাতত মাঠে ক্রিকেট নেই, তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কাজ করছেন ২৪ বছরের এই ডানহাতি ফাস্ট বোলার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই ম্যাচ দিয়ে মাঠে ফেরার জন্য যথেষ্ট সময় পাচ্ছেন সাইফ। প্রায় তিন সপ্তাহ টিম চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। বুধবার সাইফ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা টুর্নামেন্ট (বঙ্গবন্ধু কাপ) চলাকালে জৈব সুরক্ষা বলয়ে ছিলাম বলে এমআরআই করাতে পারিনি। পরে যখন করলাম, তখন লিগামেন্টে সমস্যা ধলা পড়েছে। আমি ভেবেছিলাম স্বাভাবিক ব্যথা, এক সপ্তাহ পর চলে যাবে। কিন্তু তারপরও সমস্যা ছিলই।’

ফিজিওদের পরামর্শ নিয়ে সামনে এগোতে চান তিনি, ‘তো লিগামেন্টের সমস্যা হওয়ার পর এখন ফিজিও দেবাশীষ স্যার, শাওন ভাই ও বায়োজিদ ভাইয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তাদের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি।’

ফিট হওয়ার ব্যাপারে আশাবাদী সাইফ, ‘লিগামেন্টের সমস্যাটা কোন পর্যায়ে মানে গ্রেড ১ না ২ তা জানি না। তবে আমাকে প্রায় তিন সপ্তাহ তাদের (ফিজিও) পর্যবেক্ষণে থাকতে হবে। আমি আশাবাদী। এর পর আমার কিছু টেস্ট নেবে বোলিং টেস্ট বা রানিং। তো সব পরীক্ষায় যদি টিকে যাই, তাহলে হয়তো ছাড়পত্র পাবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১