৩১ আগষ্ট ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম,
ক্রিড়া ডেস্ক :
চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচটিতে জয় তুলে আনতে পারেনি সাকিব আল হাসানের দল। বল হাতে দলের বোলাররা নিজেদের সাধ্যমত চেষ্টা চালিয়ে গেলেও, ব্যাটারদের করা ১৬৪ রান মোটেও যথেষ্ট ছিল না বাংলাদেশের জয়ের জন্য। ফলে ৫ উইকেটের হার নিয়ে এশিয়া কাপ শুরু করল টাইগাররা। সূত্র :ঢাকা পোস্ট
এদিন দলের হয়ে দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং নাঈম শেখ কেউই পাননি বলার মতো রান। একই পথে হেঁটেছেন অধিনায়ক সাকিবও, করেছেন মোটে ৫ রান। যে কারণে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাটিং নিয়ে আক্ষেপ ঝরেছে সাকিবের নিজের এবং দলের ব্যাটিং নিয়ে। জানিয়েছেন তার দায়িত্ব নেওয়ার কথা।
(বিজ্ঞাপন)
সাকিব বলছিলেন, ‘রান পর্যাপ্ত ছিল না। এটি ৩০০ রান করার মতো উইকেট নয়। তবে আমাদের ২২০-২৩০ রান করা দরকার ছিল। ব্যাটিংয়ে দায়িত্ব নিতে হবে। আমি তা করতে পারিনি। আমরা ব্যাটিংয়ে ভালো করিনি। সামনে বড় ম্যাচ আছে আমাদের। যখন দেখা গেল তারা ৩০ রানে ৩ উইকেট হারিয়েছে তখন আমাদের আরও কিছু উইকেট দরকার ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা তা নিতে পারিনি। বোলাররা চেষ্টা করেছে কিন্তু আমাদের বোর্ডে পর্যাপ্ত রান ছিল না।’
প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের ৩৬ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ম্যাচ শেষে অবশ্য সেই কারণও খোলাসা করেছেন সাকিব। বলেন, ‘শুরুর দিকে কিছুটা নার্ভাসনেস ছিল, শুরুতে আমাদের মধ্যে কিছুটা নার্ভাসনেস ছিল কিন্তু ২০ ওভারের দিকে ব্যাটিং করা সহজতর মনে হয়েছে। অনেকের জন্যই বিদেশে এটি প্রথম এশিয়া কাপ ছিল