• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

চিরনিদ্রায় শায়িত আব্দুল কাদের

রিপোর্টার : / ২১৮ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

২৬ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা আব্দুল কাদের। বাদ মাগরিব সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

এর আগে বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বরেণ্য এই অভিনেতার মরদেহ রাখা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য।

ক্যানসারে আক্রান্ত আব্দুল কাদেরকে ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় কাদেরের কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। গত ২৪ ডিসেম্বর রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই মারা যান এই অভিনেতা।

আব্দুল কাদের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছে যান তিনি। বেশিরভাগ ক্ষেত্রে হাস্যরসাত্মক চরিত্রে তাকে দেখা গেছে। এ ছাড়া জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’তে মামার চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০