১১ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম,
বিনোদন ডেস্ক :
বলিউড বাদশাহ শাহরুখ খান মুম্বাইয়ের যে বাড়িটিতে থাকেন সেটির নাম মান্নাত। প্রায় ২০০ কোটি রুপি মূল্য এই বাড়ির। চলতি বছর দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস বিশ্বের শীর্ষ ১০ ধনী অভিনেতার তালিকা প্রকাশ করে। এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শাহরুখ। যার বর্তমান সম্পত্তি প্রায় ৭৭০ মিলিয়ন ডলার।
বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এই তারকার সম্পদ। আলিবাগে ফার্মহাউজ, দিল্লিতে লাক্সারি ভিলা, পাম জুমেইরাহ’তে পরিবার নিয়ে অবকাশ কাটানোর জন্য বাড়ি, নিউইয়র্কে মেয়ে সুহানার পড়ালেখার জন্য থাকাকালীন সময়ে কেনা অ্যাপার্টমেন্টসহ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিলাসবহুল একটি বাড়ি।
ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বেভারলি হিলস নামের সেই বাড়িটি মুলত অবকাশ যাপনের জন্য। এই বাড়িটি ভাড়াও দিয়ে থাকেন শাহরুখ। কেউ যদি সেখানে থাকতে চান তাহলে তাকে রাতপ্রতি ১ লাখ ৯৬ হাজার রুপি গুনতে হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা।
এই বাড়িতে তিনটি বেডরুম, ৬টি বাথরুম, একটি বিস্তৃর্ণ জ্যাকুজি, সুইমিং পুল ও একটি টেনিস কোর্ট রয়েছে। পরিবার নিয়ে সময় কাটানোর সকল ব্যবস্থাই সেখানে রয়েছে।
তারকাদের বিভিন্ন অদ্ভুত পছন্দের কথা ভক্তদেরও জানা। তেমনি একটি বলিউড বাদশাহরও রয়েছে। শাহরুখ খান বাথরুম খুব পছন্দ করেন। তার কাছের বন্ধু বলিউড পরিচালক করণ জোহর একবার বলেছিলেন, শাহরুখ কখনো ৪ ঘন্টার মতো সময়ও বাথরুমে কাটিয়েছে। সেজন্যই কিনা তার বাড়িতে বাথরুমের সংখ্যাও বেশি।
সদ্যই মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা। যেটি বিশ্বব্যাপী ঝড় তুলেছে ইতোমধ্যেই। আয়ের দিক থেকে পেছনে ফেলছে হিন্দি সকল সিনেমাকে। পাঠানের পর জওয়ান দিয়ে ২০২৩ সাল বাজিমাত করেছেন বলিউডের কিং খান।