১ মে ২০২২,আজকের মেঘনা ডটকম, বিনোদন ডেস্ক :
ঈদের ধারাবাহিক
হোয়াট ইজ লাভ (ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট): গোলাম রাব্বানীর রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সারিকা সাবাহ, সালাউদ্দীন লাভলু।
একুশে টেলিভিশন
শ্বশুরবাড়ি ঈদের হাঁড়ি [ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১টা ৩০ মিনিট): রচনা জাহিদ বাবুল, পরিচালনা এস এম রুবেল। অভিনয়ে নীলা ইসলাম, রূপক মুসলী, মিথিলা।
হযবরল ব্যাচেলর (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিট): রচনা ও পরিচালনা জয় সরকার। অভিনয়ে সাজু খাদেম, প্রাণ রায়, ফারজানা রিক্তা।
ভাই খুব সেনসিটিভ (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিট): রচনা ও পরিচালনা হারুন রুশো। অভিনয়ে মুকিত জাকারিয়া, নওশাবা, জয়শ্রী।
কুয়েতি লেডিস টেইলার্স (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ২০ মিনিট): পরিচালনা সজীব মাহমুদ। অভিনয়ে আনিসুর রহমান মিলন, ফারিয়া শাহরিন।
এনটিভি
হোয়াট ইজ লাভ (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট): রচনা গোলাম রাব্বানী, পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে মোশাররফ করিম, সালাহউদ্দিন লাভলু, সারিকা সাবা