০১ জানুয়ারী ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ২০ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদককারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।
শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. গোলাম সাকলায়েন। আটকরা হলেন- নাদিম মাহমুদ (২৭) ও রিয়াজুল ইসলাম রিপন (৪৪)।
গোলাম সাকলায়েন জানান, বৃহস্পতিবার দিনগত রাতে রামপুরা থানার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে নাদিম ও রিপনকে আটক করা হয়। তারা ইয়াবা বড়ি নিয়ে ঢাকার মাদককারবারিদের কাছে সরবরাহ করছিলেন। এ সময় তাদের তল্লাশি করলে ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজার থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে কৌশলে তা ঢাকায় এনে মাদককারবারিদের কাছে সরবরাহ করতেন।
আটক নাদিম ও রিপনের বিরুদ্ধে রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।