• সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

আইনি প্রক্রিয়া অব্যাহত থেকে সবাই যেন শান্তিতে থাকতে পারি: ড. ইউনূস

রিপোর্টার : / ৫৯ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নানা রকমের আইনগত বিষয়ে আমাদের সময় দিতে হয়। ব্যস্ত থাকতে হয়। এতে আমাদের ক্ষতি, সবারই ক্ষতি। তবে আইনের প্রক্রিয়া অব্যাহত থাকুক, এর মধ্যে আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি।’

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসব কথা বলেন তিনি। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনাল জামিনের মেয়াদ বাড়ানোর পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাই, যাতে সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন হয়। আমরা সবাই দেশের মঙ্গল হোক, তা চাই। আমরা কাজে নিয়োজিত থাকতে চাই।’

বিভিন্ন মামলায় বারবার আদালতে আসতে হচ্ছে, এমন এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘এতে সময় যাচ্ছে। এতে আমাদের সবাইকে ব্যস্ত থাকতে হচ্ছে, যে সময় আমরা অন্য কাজগুলো করতে পারতাম। এখন আমাদের সময় এসেছে, বহু কাজ করার সময় এসেছে, কাজের প্রয়োজন আছে, এখানে যদি আমরা নিজেদের নিয়োজিত করতে পারতাম। এই সময়ে এগুলো আমাদের মনে কষ্ট দেয়, কাজে বাধা দেয়।’

এর আগে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ বৃদ্ধি শ্রম আপিল ট্রাইব্যুনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১