• সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

বিএনপির রুহুল কুদ্দুস কাজল গ্রেপ্তার

রিপোর্টার : / ১৩০ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গণনার সময় মারামারির ঘটনায় করা মামলায় বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৭টার পর পল্টনের চেম্বার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আইনজীবী জামিউল হক ফয়সাল। পরে তাঁকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

এর আগে সুপ্রিম কোর্ট বারে ভোট গণনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় গতকাল শুক্রবার ২০ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা করা হয়।

এতে ১ নম্বর আসামি করা হয় অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীকে। এ ছাড়া ২ নম্বর আসামি করা হয় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। মারামারির ঘটনায় আহত সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ) বাদী হয়ে ওই মামলা করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবীকে হত্যাচেষ্টা: গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডেসুপ্রিম কোর্টের আইনজীবীকে হত্যাচেষ্টা: গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে
শাহবাগ থানার পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গতকাল রাতে রাজধানীতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তারা হলেন ব্যারিস্টার উসমান চৌধুরী, আইনজীবী কাজী বশীর আহম্মেদ, হাসানুজ্জামান, তরিকুল ইসলাম ও এনামুল হক।

আজ শনিবার তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১