২৭ মে,২০২১,আজকের মেঘনা ডটকম, মেঘনা প্রতিনিধি :কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ “কচ্ শ্রেণির পরিবার পুনর্বাসনের লক্ষ্যে গৃহ নির্মাণ সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, মেঘনা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ সহ
সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিগণ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে নির্মাণ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (খাদ্যসামগ্রী) বিতরণ, থানা পরিদর্শন, বৃৃৃক্ষ রোপণ, সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন ।