নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৬ মার্চ) সদর দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট টিম এ অভিযান পরিচালনা করেছে।
দুর্নীতি দমন কমিশনের( দুদক) জনসংযোগ কর্মকর্তা, উপ- পরিচালক মো.আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানকালে টিম উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে অভিযোগের বিষয়ে কথা বলে ভ্রমণ ভাতা, রুটিন মেইনটেনেন্স, কন্টিজেন্সি, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খাতের ভাউচারসহ বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে। এছাড়া উল্লিখিত উপজেলাধীন বেশকিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে টেলিফোনে যোগাযোগ করে তাদের বক্তব্য গ্রহণ করা হয়। সংগৃহীত বক্তব্য ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।