১০ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের ষষ্ঠ রাউন্ডে জয়ের জন্য ১০৫ রানের লক্ষ্যে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্যাট করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
ডিপিএলের ষষ্ঠ রাউন্ডে পারটেক্সের বিপক্ষে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মোহাম্মদ আশরাফুল। চারটি চারের সাহায্যে ১৮ বলে ১৭ রান করে মেহেরাব হোসেন জোশির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এর আগের দুই ম্যাচে ৫ ও ১৬ রান করেছেন আশরাফুল।
সংক্ষিপ্ত স্কোর:
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ১০৪/১০ (ওভার ১৯.৩) (মুসা ২০, কানন ১৯, ধীমান ১৯, সালাউদ্দিন ৫/১৬)
শেখ জামাল: ৩৮/২ (ওভার ৭.৩) (আশরাফুল ১৭, নাসির ১৫*)