১২ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
নিবন্ধন ছাড়াই ব্যবসা পরিচালনা করায় উত্তরার ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১২ জুন) দুপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ জরিমানা করেন। পরে এ ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
এতে বলা হয়, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনা করার দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। তখন খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট প্রদান করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।