• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

আইসিসির মে মাসের সেরা মুশফিক

রিপোর্টার : / ২৩৬ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১

১৪ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

আন্তর্জাতিক ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করতে প্রতি মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করার জন্য প্রক্রিয়া চালু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে মে মাসের সেরা ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। এ নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্রিকেটার আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন।

মুশফিকের সঙ্গে সেরা হওয়ার দৌড়ে ছিলেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার স্পিনার প্রভীন জয়াবিক্রমা। তবে তাদের টপকে সেরা হয়েছেন মুশফিক। গেল মে মাসে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন মুশফিক। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৭৯ গড়ে করেছন ২৩৭ রান।

যেখানে প্রথম ম্যাচে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এদিনও ত্রাতার হয়ে এসেছিলেন মুশফিক। যেখানে ১২৫ রানের দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে জিততে বাকি কাজটা করেন বোলাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে কুশল পেরেরাদের হারিয়ে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ৩৮ রানের বেশি করতে না পারলেও সিরিজ সেরার পুরস্কার জিতেছেন মুশফিক।

এদিকে মে মাসের সেরা ক্রিকেটার হওয়ার তালিকায় থাকা হাসান জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে দারুণ সময় পার করেছেন। যেখানে ১৪ উইকেট নিয়ে পাকিস্তানকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। তালিকায় থাকা আরেক ক্রিকেটার জয়াবিক্রমা দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নিয়ে একাই বাংলাদেশকে হারিয়ে দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১