• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

পিএসএল ফাইনালের আগে ২ ক্রিকেটার বরখাস্ত

ডেস্ক রিপোর্ট / ২১০ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

২৪ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে মুলতান সুলতান্সের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেলো পেশওয়ার জালমি। স্বাস্থ্য এবং সুরক্ষা বলয় ভাঙার দায়ে দলটির দুই ক্রিকেটার হায়দার আলি এবং উমিদ আসিফকে এই ম্যাচটি থেকে বরখাস্ত করেছে পিএসএল কতৃপক্ষ।

এই দুজনের বিরুদ্ধে অভিযোগ তারা পেশোয়ার দলের জৈব সুরক্ষা বলয়ে থাকার পরেও সুরক্ষা বলয়ের বাইরের মানুষের সঙ্গে সাক্ষাত করেছেন। এমনকি কথা বলার সময় পূর্বে নির্ধারণ করে দেয়া সামাজিক দূরত্বও বজায় রাখেননি। গতকাল (২৩ জুন) বিকেলে এই ঘটনাটি ঘটে ।

আর বৃহস্পতিবার (২৪ জুন) সকালে এই দুই ক্রিকেটারকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানায় পিএসএলের কোভিড ম্যানেজমেন্ট প্যানেল। এই প্যানেলটি ব্যারিস্টার সালমান নাসের এবং বাবর হামিদের সমন্বয়ে গঠিত। এই দুই ক্রিকেটার পিএসএলের ফাইনালে তো খেলতে পারবেনই না। একই সঙ্গে পেশোয়ারের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে কোন ধরনের সাক্ষাতও করতে পারবেন না। তাদের দুজনকে আগামী ১৪ দিন রুমে আইসোলেশনে থাকতে হবে।

এই ঘটনার জের ধরে অবশ্য হায়দারকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে অব্যাহতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার পরিবর্তে দলে আন্তভূক্ত হয়েছেন শোয়েব মাকসুদ। শোয়েব অবশ্য চলমান পিএসএলে দারুণ খেলেছেন। ১১ ম্যাচ খেলে এই ব্যাটসম্যান ৪০.৩৩ গড়ে করেছেন ৩৬৩ রান। এ ছাড়াও শোয়েব পাকিস্তানের হয়ে ২৬টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি খেলেছেন। যদিও শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৬ সালে নিউজিল্যান্ডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১