০২ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
ভারতের পাঞ্জাবে স্বামী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে স্ত্রী ও তার সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, পাঞ্জাবের ফরিয়াবাদ সীমান্ত সংলগ্ন এলাকার একটি বাড়িতে স্বামী ও তার দুই শিশু সন্তানকে নৃশংসভাবে খুন করেন মর্জিনা খাতুন ও অরিজিৎ সিংহ।
প্রতিবেদনে বলা হয়, অরিজিৎ সিংহের সঙ্গে মর্জিনা খাতুনের পরকীয়ার সম্পর্ক ছিলো। তারা পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটান।
ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জের গৌরি পঞ্চায়েতের হাতিয়া স্কুল সংলগ্ন পাঠালটুলির বাসিন্দা ছিলেন মঙ্গু শেখ। তিনি গত বছর ছেলে আলি শেখ, সোহেল আলি ও মেয়ে আদুরি খাতুনকে নিয়ে কর্মস্থল পাঞ্জাবে যান।
এদিকে ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী আদুরি খাতুনের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ।