• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

মগবাজারে বিস্ফোরণ: ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে গ্যাস

ডেস্ক রিপোর্ট / ২০৫ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১

০৪ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মগবাজারে আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার ৮ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে মিথেন গ্যাস বের হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে নিয়োজিত রয়েছে।

রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধ্বংসস্তূপ থেকে গ্যাস বের হওয়ার বিষয়টি দেখতে পান রমনা থানার টহলরত পুলিশ সদস্যরা। পরে তাৎক্ষণিক পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেন। সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্যাস নির্গমনের তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে মগবাজারে দুর্ঘটনাকবলিত স্থানে দায়িত্ব থাকা ফায়ার সার্ভিস সদরদপ্তরের স্টেশন অফিসার ইউনুস আলী বলেন, ‘সকালে পুলিশ সদস্যরা গ্যাস বের হওয়ার খবর আমাদেরকে জানান। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। এখনও দুর্ঘটনাকবলিত ভবনের ধ্বংসস্তূপ থেকে গ্যাস বের হচ্ছে।’

এদিকে, খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে আসেন। একইসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষের লোকজন। ঘটনাস্থলে দায়িত্বরত তিতাস গ্যাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিদারুল আলম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো গ্যাস বের হচ্ছে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে। বাসে, গাড়িতে, ভবনে, পথে থাকা শতাধিক মানুষ এতে আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১