• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোনের পর রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক / ২০৮ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

০৮ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে এবার রকেট হামলা হয়েছে। বুধবার রাতে মার্কিন দূতাবাস লক্ষ্য করে কয়েকটি কাতিউশা রকেট ছোড়া হয়েছে। এরপর দূতাবাসে স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়।

ইরাকের নিরাপত্তা বাহিনীর গণমাধ্যম বিভাগ জানিয়েছে, বাগদাদের আল-খাদরা এলাকায় তিনটি কাতিউশা রকেটের সাহায্যে হামলার ঘটনা ঘটেছে।

মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার কয়েক ঘণ্টা পরই রকেট হামলার ঘটনা ঘটলো। গত মঙ্গলবার ভোররাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেখানকার সাইরেনগুলো বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় গ্রিনজোনের নিকটবর্তী আল-কাররাদা, আল-জাদরিয়া ও আল-কাদিসিয়া এলাকা থেকে ওই গুলিবর্ষণের শব্দ শোনা যায়।

এদিকে, ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী আরও একটি গাড়ি বহরে হামলা হয়েছে। বসরা-যিকার আন্তর্জাতিক সড়কের পাশে পেতে রাখা বোমায় বিস্ফোরণ ঘটানো হলে গাড়ি বহরটি ক্ষতিগ্রস্ত হয়।

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১