০৭ ডিসেম্বর ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় পদত্যাগপত্রের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে যাবে। প্রেসিডেন্ট অনুমোদন দিলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে বিকেল ৩টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিবের কাছে জমা দেন।
বিতর্কিত ও অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এদিন সকালেই পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পাঠান মুরাদ হাসান।
একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রতিমন্ত্রী পদে মুরাদ হাসানের অব্যাহতির বিষয়টি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।