১৯ ডিসেম্বর ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর তালতলায় মায়ের সঙ্গে ঝগড়া করে রিনভি আক্তার (২৩) নামের এক প্রবাসীর স্ত্রী আত্নহত্যা করেছেন। শনিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তার স্বামী আমেরিকা প্রবাসী বলে জানা গেছে।
পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা শহিদুল ইসলাম বলেন, রিমভি আমার চাচাতো বোনের মেয়ে। আমি লালবাগে থাকি। রাতে খবর পাই রিনভিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এসে শুনি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তিনি আরো জানান, ৩-৪ বছর আগে আমেরিকা প্রবাসী রাসেলের সঙ্গে তার বিয়ে হয়। গতকাল তার মায়ের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে সে সবার অগোচরে নিজের রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে রামপুরার তালতলা এলাকায় বি ব্লের ১৩৫৫/৩ বাসায় তার মায়ের কাছেই থাকত।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানায় জানানো হয়েছে।