লাইনচ্যুত, চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ
২৭ মে ২০২২ আজকের মেঘনা ডটকম, নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ মে) রাত ১১টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা স্টেশন মাস্টার মাহবুব রহমান।
মাহবুব রহমান বলেন, ‘চট্টগ্রামমুখী তেলবাহী ট্রেনটির কুমিল্লা স্টেশন সংলগ্ন এলাকায় চাকা লাইনচ্যুত হয়।
কুমিল্লা রেল স্টেশন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী বলেন, ‘লাকসাম স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে এক ঘণ্টা সময় লাগতে পারে। অফ টাইম হওয়ায় কোনো ট্রেন আটকা নাই।’