• শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

পদ্মা সেতুতে ৩ সেকেন্ডেই টোল দেওয়া যাবে

রিপোর্টার : / ১৮৫ বার পঠিত
আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২

২৪ জুন ২০২২ইং আজকের মেঘনা ডটকম, নিজস্ব প্রতিবেদক :

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই উদ্বোধন হতে যাচ্ছে বাঙালির স্বপ্নের পদ্মা সেতু। দেশের সবচেয়ে ব্যয়বহুল সেতুটিতে থাকছে ডিজিটাল টোল আদায় পদ্ধতি। সেতুতে যানবাহন থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় করতে মাত্র দুই থেকে তিন সেকেন্ড সময় লাগবে বলে জানিয়েছে সেতু বিভাগ।

 

(বিজ্ঞাপন)

 

ডিজিটাল পদ্ধতিতে টোল দিতে করণীয়-

রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ড যানবাহনের সামনের অংশের ড্যাশবোর্ডে লাগিয়ে নিতে হবে। যা সম্পূর্ণ প্রি-পেইড কার্ড অর্থাৎ এতে আগে টাকা রিচার্জ করতে হবে। যানবাহন পারাপারের সময় টোলপ্লাজার ইলেক্ট্রনিকস টোল কালেকশন (ইটিসি) বুথে থাকা কার্ড রিডার সন্নিবেশিত ডিভাইস নির্দিষ্ট পরিমাণ টাকা টোল হিসেবে কেটে নেবে। একই সঙ্গে যানবাহনের মালিককে এসএমএসের মাধ্যমে কেটে নেওয়া টাকার অঙ্ক জানিয়ে দেওয়া হবে। তবে আরএফআইডি কার্ডে টাকা না থাকলে গাড়ি আটকে যাবে।

(বিজ্ঞাপন)

আরএফআইডি কার্ড অনেকটা পণ্যের বারকোড দেখার প্রযুক্তির মতো। এটি ব্যবহার করার ফলে টোলপ্লাজায় সময় লাগবে কম এবং গাড়ির জটলা সৃষ্টি হবে না।

গাড়িতে আরএফআইডি কার্ড লাগাতে করণীয়-

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদিত সচল আরএফআইডি কার্ড পেতে যানবাহনের মালিককে ব্যাংকে বা টোলপ্লাজায় গিয়ে নিবন্ধন করতে হবে। এর জন্য অবশ্যই ডাচ্-বাংলা ব্যাংকে হিসাব কিংবা রকেট মোবাইল অ্যাকাউন্ট থাকতে হবে। তবে রকেট অ্যাকাউন্টটি নেক্সাস-পে অ্যাপে নিবন্ধন করে নিতে হবে। এভাবেই পদ্মা সেতুতে ডিজিটাল পদ্ধতিতে টোল দেওয়া যাবে।

সেতু বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর মোট ১৪টি টোল বুথের মধ্যে ১০টি চালু করা হবে। তারমধ্যে দুটি ইটিসি বুথে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল নেওয়া হবে। বাকি আটটিতে টোল নেওয়া হবে ম্যানুয়ালি।

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন (২৬ জুন) থেকে যান চলাচল শুরু হবে সেতু দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১