১৫ জুলাই ২০২২ইং আজকের মেঘনা ডটকম,
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় মাত্র ৫৬ টাকায় ৬০ জনের সরকারি চাকুরি হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালেয় অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, সহকারী বাবুর্চি, বেয়ারার ও মালি পদে ৬০ জনকে নিয়োগ দেয়া হয়েছে। তাদের খরচ হয়েছে মাত্র ৫৬ টাকা। বৃহস্পতিবার ১৪ জুলাই বিকেলে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেন করেন কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,গত বছর ১৫ নভেম্বর কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সার্কিট হাউজ এবং স্থানীয় সরকার শাখায় ২০ তম গ্রেডের ৬ টি ক্যাটাগরিতে ৬২ টি শূণ্য পদের জন্য জনবল নিয়োগের আহবান জানানো হয়। সে আবেদনে ৮ হাজার ১৭৬ জন আবেদন করেন। রিটেন ও ভাইবা পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৫৭ জন। গত ৩ জুলাই রিটেন ও ভাইবা শেষে ৬০ জনকে চূড়ান্ত নিয়োগ দেয়া হয়। ছয় মাসের মধ্যেই আমরা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করি।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, কোন প্রকার লবিং তদবির ছাড়া সম্পূর্ণ স্বচ্ছভাবে বিধিমোতাবেক দক্ষ জনবল নিয়োগ করা হয়।
মাত্র ৫৬ টাকায় চাকুরী পেয়ে আনন্দিত নিয়োগ প্রাপ্তরা। চাকুরি পাওয়াদের তালিকায় অফিস সহায়ক হিসেবে বেশ ক’জন রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীও রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা