১ আগষ্ট ২০২২ইং, আজকের মেঘনা ডটকম,
নিজস্ব প্রতিবেদক।।
ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক, সোবহানবাগ, ঢাকার আয়োজনে পদ্মা সেতু নিয়ে জাতীয় পর্যায়ে কুইজ, রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
রোববার বিকেল ৪ টায় ৭১ মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ইতিহাসবিদ ও স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ, ড্যাফোডিল ফ্যামিলি প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মোঃ শিবলী সাদিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইভেন্স গ্রুপ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এডুকেশন ওয়াচ-এর উপদেষ্টা মিসেস শবনম শেহনাজ চৌধুরী। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।