৪ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম,
বিপ্লব সিকদার : ২ টি দপ্তরে ছদ্মবেশে দুর্নীতি দমন কমিশনের ( দুদক) এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনা করেছে। এ ছাড়া ৩ টি দপ্তরে পত্র প্রেরণ করেছে। গতকাল রোববার রাজশাহী জেলা দুর্নীতি দমন কমিশনের( দুদক) ও প্রধান কার্যালয়ের পৃথক দুটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনা করেছে। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায় রাজশাহী জেলার সদর উপজেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড কিপার এর বিরুদ্ধে একই কর্মস্থলে ১২ বছর চাকুরী, ঘুসের বিনিময়ে ভুয়া দাতা দেখিয়ে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমির জাল দলিল তৈরি এবং বালাম বইয়ের পাতা পরিবর্তন করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, রাজশাহী হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম প্রথমে ছদ্মবেশে সাব-রেজিস্ট্রি অফিসে আগত দলিল দাতা ও গ্রহিতাদের সাথে কথা বলে এবং কর্মরত দলিল লেখকদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে।
টিম পরবর্তীতে জেলা রেজিস্টার ও সদর সাব-রেজিস্টার (অ:দা:) এর সাথে অভিযোগের বিষয়ে কথা বললে তারা দলিল লেখক সমিতির সিন্ডিকেটের বিষয়টি উল্লেখ করেন এবং অভিযোগে উল্লিখিত ব্যক্তির অন্য কার্যালয়ে বদলি হয়েছে মর্মে জানান। অভিযানকালে সদর রেজিস্ট্রি অফিস এনফোর্সমেন্ট টিমকে অভিযোগ উল্লিখিত দলিল, বালাম বই ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র তাৎক্ষণিক সরবরাহ করতে পারেনি। রেকর্ডপত্র প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।অন্যদিকে বাংলাদেশ কৃষি ব্যাংক, মতিঝিল, ঢাকা এর তিনজন পরিদর্শকদের বিরুদ্ধে অফিস কর্তৃক বরাদ্দ না থাকা সত্ত্বেও ২০১৭ সাল থেকে একটি সরকারি গাড়ি ব্যক্তিগতভাবে ব্যবহার এর অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম বাংলাদেশে কৃষি ব্যাংকের আসেপাশে ছদ্মবেশে অবস্থান করে অভিযোগে বর্ণিত গাড়ির উপস্থিতির জন্য অপেক্ষা করতে থাকে। সকাল ১১.৪৫ এর দিক অভিযোগে বর্ণিত গাড়িতে করে একজন পরিদর্শক আসেন। দুদক টিম তাকে উক্ত অফিসের গাড়ির প্রকিউরমেন্ট শাখায় নিয়ে যায়। সেখানে থাকা লগবুক ও অন্যান্য নথিপত্র যাচাই করে ২০১৮ সাল থেকে অভিযোগে বর্ণিত ০৩ জন পরিদর্শক উক্ত গাড়িটি বিধি বহির্ভূত ভাবে ব্যবহার করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।